সকল মেনু

কোটালীপাড়ায় ইউএনও অফিসে তালা, অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল

index গোপালগঞ্জ  প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরীক্ষার হলে অবস্থান করাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা কাটাকাটির জের ধরে তার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসারের অপসারনের দাবীতে সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে।আজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে, এস এস সি পরীক্ষার প্রথম দিনে কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীরকে বের হয়ে যেতে বলেন।এ নিয়ে অহিদুল ইসলাম ও হুমায়ুন কবীরের সাথে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের কথা কাটাকাটি হয়। এ খবর উপজেলা সদরে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে জিলাল হোসেনের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ক্ষুব্ধ নেতা কর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে কোটালীপাড়া পৌর মেয়রের সাথে কথা হলে তিনি জানান, তিনি নিজে পরীক্ষা কেন্দ্রের একজন সদস্য। তা’ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। কিন্তু, আমাদেরকে যে ভাষায় ইউএনও হল থেকে বেরিয়ে যেতে বলেছেন তাতে সেখানে অবস্থানকারী পরীক্ষার্থীদের অভিভাবক ও আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষিপ্ত হন। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়রের ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি হলে অবস্থান করলে এ নিয়ে রিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই তাদেরকে অনুরোধ করেছিলাম হলে না থাকার জন্য। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য জিলাল হোসেন  গত ১৭ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কোটালীপাড়ায় যোগদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top