ঢাকা, ২৫ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার পর আওয়ামী লীগের ত্যাগী নেতা আবুল কাশেম মাস্টারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রাম-৬ (সীতাকুন্ড) আসন থেকে দু’বারের নির্বাচিত সংসদ সদস্য এ নেতার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী আবুল কাশেমের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তার কফিনের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনাও করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও সাবেক এ সাংসদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগের এ ত্যাগী নেতা দলের সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি এবং দীর্ঘদিন ধরে চট্রগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি আবুল কাশেম মাস্টারের সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত¦না দেন।
এসময় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ এএসএম ফিরোজ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম, সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
আবুল কাশেম গতকাল বিএসএমএমইউ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নবম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।-বাসস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।