২২ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ :অবশেষে এমপিওভুক্তির আশ্বাস পেলেন নন-এমপিও শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ আশ্বাস পেয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ জানান, আগামী অর্থবছরে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাত আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি।
প্রধানমন্ত্রী যেন দ্রুত আমাদের অবস্থার কথা বিবেচনা করে এমপিওভুক্তি করেন।’
গত কিছুদিন যাবত প্রেসক্লাবের সামনের আন্দোলন করছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা যা আজকে আলোর মুখ দেখল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।