সকল মেনু

প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ফটো)
রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ফটো)

ঢাকা, ১৪ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় নিরীহ জনগণের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে জানান, এক শোকবার্তায় রাষ্ট্রপতি আজ ফ্রান্সের রাজধানীতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। এই হামলায় বহু নিরপরাধ মানুষ নিহত ও আহত হন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নিহতদের বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে প্যারিসে একটি কনসার্ট হলসহ পরপর কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলায় ১২০ জন ব্যক্তি নিহত হন । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে সবচেয়ে বড় এই সন্ত্রাসী হামলায় আরও কয়েকশ’ লোক আহত হয়।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top