সংসদ ভবন, ১১ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : বেসামরিক বিমান লোকসানের গন্ডি পেরিয়ে লাভের মুখ দেখছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গত ৯ মাসে বিমানের লাভের পরিমাণ ২৭৪ কোটি ৩৬ লাখ টাকা।
তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি দলের সদস্য মো. সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা ও সেবার মান বাড়াতে বিমান বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা হিসেবে ইতোমধ্যে বোয়িং কোম্পানি থেকে চারটি ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজ ক্রয় করা হয়েছে।
তিনি বলেন, বোয়িং কোম্পানি থেকে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে দু’টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ এবং ২০১৯ ও ২০২০ সালে চারটি ৭৮৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করা হবে।-বাসস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।