ঢাকা, ০৯ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ: নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে কিছুই করার নেই। আমাদের দায়িত্ব নির্বাচন দেওয়া। কে নির্বাচনে অংশগ্রহণ করল না করল এটি আমাদের দেখার বিষয় নয়। আসন্ন পৌর নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে ইসি কোনো উদ্যেগ নেবে না।
নির্বাচন কমিশন সচিবালয়ে আজ সোমবার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সচিব আরো বলেন, বর্তমানে ৪০টি দল নিবন্ধিত রয়েছে। সবাইতো নির্বাচনে অংশ নেবে না। বিএনপি যদি অংশ না নেয় আমাদেরও কিছু করার নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যে আইন করবে সেই অনুযায়ী ইসি নির্বাচন পরিচালনা করবে।
সিরাজুল ইসলাম বলেন, দ্রুত অধ্যাদেশ আইন আমাদের কাছে এলে এ সপ্তাহের মধ্যে আমরা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করব। আশা করছি ডিসেম্বরের শেষে আমরা পৌরসভা নির্বাচন দিতে পারব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।