০৩ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : যুক্তরাজ্যের বিদেশ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয় তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, ‘বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে’ যুক্তরাজ্যের বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয় দেশটির নাগরিকদের নিরাপত্তায় সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে দেশটির ভ্রমণ বিষয়ক বার্তা হালনাগাদ করা হয়।
যুক্তরাজ্যের বার্তায় আরও বলা হয়, ‘বাংলাদেশে এখনও উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশী (বিশেষ করে পশ্চিমা-নাগরিক) নাগরিকদের ওপর হামলা হতে পারে।’
ওই বার্তায় গুরুত্বের সঙ্গে এই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ‘বাংলাদেশে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস সাধারণ হরতাল আহবান করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সময়ে কারও ঘর থেকে বের না হওয়াই ভাল।’
এদিকে ব্লগার-প্রকাশকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে, গণজাগরণ মঞ্চের আহবানে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস হরতাল চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।