সকল মেনু

এক সপ্তাহের মধ্যেই অষ্টম বেতন কাঠামো চূড়ান্ত : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত -ফাইল ফটো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত -ফাইল ফটো

ঢাকা, ০১ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : এক সপ্তাহের মধ্যে অষ্টম বেতন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নতুন বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ ক্যাডারের শিক্ষকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব সুযোগ সুবিধা অক্ষুণ্ন থাকবে বলেও জানান তিনি।
রোববার বেতন ভাতা বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, কারো সুযোগ সুবিধা কমানো যাবে না। যার যা সুযোগ সুবিধা রয়েছে তার সুরক্ষার ব্যবস্থা রেখে যদি আরও ভালো করা যায়, তা করতে হবে।
তিনি আরও বলেন, সব ক্যাডারই গ্রেড ১,২,৩ এ যেতে পারবে। আমরা পজেটিভ সমাধান চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top