সকল মেনু

পর্যটন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: শেখ হাসিনা

পর্যটন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
পর্যটন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

২৬ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়। নৌ পর্যটনে ভারতের সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মোটর বেহিকেল চুক্তি স্বাক্ষর হয়েছে আন্তঃরাষ্ট্রগুলোর সঙ্গে।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিস্ট পর্যটন উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পর্যটনের উন্নয়নে জাতীয় নীতিমালা ২০১০ ইতোমধ্যে ঘোষণা করেছি। এর মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটনের বিষয়টি নতুন করে তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top