সকল মেনু

শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট

শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট
শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট

ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে শাহজালাল বিমানবন্দরসহ দেশে সব আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সোমবার এ রেড অ্যালার্ট জারি করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার (মিডিয়া) তানজিনা আক্তার জানান, ‘শাহজালাল বিমানবন্দরে নাশকতার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা কোথা থেকে এ হুমকি দিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আমাদের কাছে তথ্য আছে, শাহজালাল বিমানবন্দরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে একটি গ্রুপ। এ জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
তিনি জানান, সম্প্রতি দেশে আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে এ কারণে যেসব বিমানবন্দর থেকে বিদেশে যাওয়া যায় সেসব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top