সকল মেনু

দেবী দুর্গার এখন স্বামীগৃহে ফেরার পালা

স্বর্গীয় স্বামীগৃহে ফিরবেন পালকিতে চড়ে
স্বর্গীয় স্বামীগৃহে ফিরবেন পালকিতে চড়ে

২৩ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ : পঞ্জিকামতে এবার দেবী দুর্গা পৃথিবীতে এসেছেন ঘোড়ায় চড়ে। আর স্বর্গে স্বামীগৃহে ফিরবেন পালকিতে চড়ে। যার ফলাফল শস্যহানি ও দুর্ভোগ।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার আনুষ্ঠানিকতা প্রায় শেষ। বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা
বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ হচ্ছে আজ। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন
স্বামীগৃহে ফেরার পালা।

বৃহস্পতিবার বিজয়া দশমীর পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন হলেও আজ শুক্রবার বিকেল চারটায় ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ হবে পুরান ঢাকার ওয়াইজঘাটে। এরপর বুড়িগঙ্গায় মায়ের প্রতিমা বিসর্জন হবে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ প্রচলিত পঞ্জিকামতে পূজা করলেও রামকৃষ্ণ মঠ ও মিশনে পূজা অনুষ্ঠিত হয় বিশুদ্ধ সিদ্ধান্তমতে। সে অনুসারে গতকাল ঢাকা রামকৃষ্ণ মিশনে শুধু মহানবমী পূজা অনুষ্ঠিত হয়। সকাল ছয়টায় নবমী পূজা
শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টার দিকে।

এই পূজামণ্ডপে আজ সকাল সাতটায় বিজয়া দশমী পূজা শুরু হবে। সকাল সাড়ে আটটায় হবে দর্পণ বা প্রতীকী বিজর্সন।

বৃহস্পতিবার সব মণ্ডপে না হলেও ঢাকেশ্বরী কেন্দ্রীয় মণ্ডপে বিজয়া দশমীর অংশ হিসেবে সধবা নারীরা প্রথমে মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে তাঁদের ভক্তি জানান। পরে নিজেদের মধ্যে সিঁদুর খেলা করে আনন্দ করেন। বেলা একটার দিকে ঢাকেশ্বরী মন্দিরের দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এদিকে রাজধানীসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে। ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ২২২টি।

কেন্দ্রীয় পূজা কমিটি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পলাশীর মোড়ে জড়ো করা হবে সব মূর্তি। বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ হবে পুরান ঢাকার ওয়াইজঘাটে। এর পর বুড়িগঙ্গায় মায়ের প্রতিমা বিসর্জন হবে।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতেও রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ছিল ভক্তদের ভিড়। শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন চলছে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে স্বর্গলোক কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যে আসেন। চার সন্তান লক্ষ্মী, কার্তিক, সরস্বতী আর গণেশকে নিয়ে নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীর ভক্তরা ‘দেবী মা’র বন্দনা করেন।

ঢাকার রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক এবং পূজার তন্দ্রধারক স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ (নিরঞ্জন মহারাজ) বলেন, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে কৈলাস থেকে মর্ত্যলোকে আসবেন।

এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, নাহানি বাড়বে। অন্যদিকে কৈলাসে (স্বর্গে) বিদায় নেবেন দোলায় চড়ে। যার ফলে বিশ্বে মড়ক, ব্যাধি ও প্রাণহানির মতো ঘটনা বাড়বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top