ঢাকা, ২১ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, বিদেশীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তবে এ বিষযে সরকারের নেয়া পদক্ষেপ প্রশংসনীয়।
আজ বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি ছাড়াও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
মার্শিয়া বার্নিকাট বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হলেও এখনও যুক্তরাষ্ট্র শঙ্কামুক্ত নয়। বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বিদেশিদের এখনো সংশয় রয়েছে।
প্রসঙ্গত গত মাসের ৩০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক সিজারি তাভেল্লাকে খুন করে দুর্বৃত্তরা। এর কয়েকদিন পর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশিও কোনিও।
এ দুই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। এখনও কয়েকটি দেশে ওই সতর্কতা বহাল রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।