সুমন চৌধুরী, ১৮ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। আজ রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তথ্য জানান।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এখনও ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান পাননি। প্রতিমন্ত্রী জানান, যে ১৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে পরিচয় জানা গেছে ৯৬ জনের।
এখনও বেশ কয়েকজন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনার ঘটে। ঐ ঘটনায় ৭৬৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।