সকল মেনু

দেশবাসীর সামনে বিদেশী হত্যাকারীদের হাজির করা হবে: স্বরাষ্ট্র মন্ত্রী

দেশবাসীর সামনে বিদেশী হত্যাকারীদের হাজির করা হবে
দেশবাসীর সামনে বিদেশী হত্যাকারীদের হাজির করা হবে

১৪ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ : দুই বিদেশী হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শেষ পর্যায়ে চলে এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় যারা জড়িত শিগ্রই দেশবাসীর সামনে তাদেরকে হাজির করা হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান খান কামাল, খুব শীঘ্রই ২ বিদেশী হত্যাকারীদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীর সামনে আনা হবে।

এসময় খুব শিগ্রই পাদ্রি সিজার ও পীর খিজির খানের হত্যা মামলারও তদন্ত শেষ হবে বলে জানান মন্ত্রী। এ ঘটনার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top