সকল মেনু

উখিয়ার সীমান্ত দিয়ে আরো ১০৩ বাংলাদেশিকে হস্তান্তর

উখিয়ার সীমান্ত দিয়ে আরো একশ' ৩ বাংলাদেশিকে  হস্তান্তর
উখিয়ার সীমান্ত দিয়ে আরো একশ’ ৩ বাংলাদেশিকে হস্তান্তর

১২ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ,ওবাইদুল হক আবু চৌধুরী : বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া একশ’ ৩ বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম সীমান্তে নিয়ে আসা হচ্ছে।

বিজিবি জানায়, মিয়ানমার ইমিগ্রেশন পুলিশের উপ-পরিচালক চ নাইন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকারের কাছে ১০৩ বাংলাদেশিকে হস্তান্তর করেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার যান।

এ পর্যন্ত পাঁচ দফায় শনাক্ত হওয়া ৬২৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top