সকল মেনু

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ১১৩ ভর্তিচ্ছু

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ১১৩ ভর্তিচ্ছু
জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ১১৩ ভর্তিচ্ছু

ঢাকা, ১২ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে গড়ে ১১৩ জন ভর্তিচ্ছু। আগামী ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোবাইল ফোনে প্রায় দুই হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ২৬ হাজার ৪১২ জন ভর্তিচ্ছু।
তবে ইউনিটভিত্তিক আসনপ্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যায় পার্থক্য হতে পারে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top