সকল মেনু

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ
আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

০৯ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ : আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৫০ ও ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। হাইড্রোজেন কুলারে লিকেজ হওয়ায় আজ শুক্রবার সকাল বন্ধ হয়ে যায় ওই দুটি ইউনিট।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র বলছে, রক্ষণাবেক্ষণের জন্য ১৫০ মেগাওয়াটের ইউনিট-৩ এর উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেনা।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, দ্রুততম সময়ে উৎপাদন ফিরিয়ে আনতে কাজ করছেন প্রকৌশলীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top