সকল মেনু

ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই নম্বর অপরিবর্তিত রেখে সব অপারেটরের সেবা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম -ফাইল ফটো
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম -ফাইল ফটো

ঢাকা, ০৭ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকরা মোবাইল অপারেটর পরিবর্তনের (এমএনপি) সুযোগ পাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার (০৭ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, তবে ফেব্রুয়ারি-মার্চের আগেও এ সুযোগ চালু হতে পারে। এর ফলে সর্বোচ্চ ৩০ টাকায় অপারেটর পরিবর্তন করে ৪০ দিন পর্যন্ত সে অপারেটরের সেবা গ্রহণ করা যাবে।
তারানা হালিম বলেন, এমএনপি সেবা চালু হলে অপারেটরদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে। সেই সঙ্গে গ্রাহকরাও কাঙ্খিত সেবা পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top