সকল মেনু

বিশ্ব শিশু দিবস পালিত

বিশ্ব শিশু দিবস পালিত
বিশ্ব শিশু দিবস পালিত

ঢাকা, ৫ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দেশে আজ বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও কেন্দ্রীয় খেলাঘর আসর বিস্তারিত কর্মসূচি পালন করে।
“শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি বিকেল সাড়ে ৪টায় এক বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নেতৃত্বে এই শোভাযাত্রা শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পাঁচ শতাধিক শিশুর এই আনন্দ শোভাযাত্রায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, পরিচালক মোশাররফ হোসেন, একাডেমির প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
বাংলাদেশের বৃহত্তম জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে “শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশুর উন্নয়নে করণীয়”শীর্ষক ধারনাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মমতাজ উদ্দীন পাটোয়ারি । এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুহ আলম লেনিন, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি,ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শহীদুল্লাহ শিকদার, মনি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত প্রমুখ।
এছাড়াও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০১৫ পর্যন্ত “শিশু অধিকার সপ্তাহ ২০১৫” উদযাপন করবে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top