সকল মেনু

অধ্যাদেশ আকারে জারি হচ্ছে মানি লন্ডারিং আইন

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

ঢাকা, ০৫ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : প্রস্তাবিত ‘মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫’ অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
সচিব বলেন, এটি অত্যন্ত জরুরি বিষয়। ১১-১২ অক্টোবর ‘এশিয়ান প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং’র একটি মিশন বাংলাদেশ সফর করবে। এসময় আমরা আমাদের কার্যক্রম ও পদেক্ষপগুলো তাদেরকে দেখাতে পারবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top