সকল মেনু

সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৩ শতাংশ

সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৩ শতাংশ
সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৩ শতাংশ

ঢাকা, ৪ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পরিমাণ বেড়েছে। সেপ্টেম্বরে প্রবাসীরা ১৩৪ কোটি ৬২ লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের মাস আগস্টে ছিল ১১৮ কোটি ৭২ লাখ ডলার। এক মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে প্রায় ১৬ কোটি ডলার বা ১৩ দশমিক ৩৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সেপ্টেম্বরে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৯১ কোটি ৬৬ লাখ ডলার। যা এর আগের মাসে ছিল ৭৯ কোটি ২৬ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের মাধ্যমে ৩৯ কোটি ৯৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। আগষ্টে এর পরিমাণ ছিল ৩৬ কোটি ৭৬ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ডলার ও বিদেশী ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। বরাবরের মতো সেপ্টেম্বরেও সবচেয়ে বেশি ৩৩ কোটি ৯৬ লাখ ডলারের রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে।
অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন (জুলাই-সেপ্টেম্বর) মাসে প্রবাসীরা ৩৯৩ কোটি ৮ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে নানা উপায়ে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া নানা প্রতিকূলতার পরও কিছু দেশে শ্রমিক রপ্তানি হয়েছে। এসব কারণে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top