সকল মেনু

আরো ৩টি রপ্তনীযোগ্য পণ্য ভর্তুকি পাবে

আরো ৩টি রপ্তনীযোগ্য পণ্য ভর্তুকি পাবে
আরো ৩টি রপ্তনীযোগ্য পণ্য ভর্তুকি পাবে

ঢাকা, ৩ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : বাংলাদেশ ব্যাংক (বিবি) আরো ৩টি কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে। পণ্যগুলো হচ্ছে টিনজাত আনারস, ভূট্টা এবং ঘৃতকুমারী।
গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে ফল ও কৃষি প্রক্রিয়াজাত ৩টি পণ্যের রপ্তানীকারকে ভর্তুকির সম পরিমান নগদ প্রণোদনা দিতে সকল অনুমোদিত ফরেন এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে সবজি এবং ফলের পাশাপাশি এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং আলুতে ২০ শতাংশ নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ১লা অক্টোবর থেকে নতুন এ ৩টি পণ্যের শিপমেন্টের বিপরীতে এই ভর্তুকি দেওয়া হবে।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক ২০১৫-১৬ অর্থ বছরে ১৪টি রপ্তানীযোগ্য পণ্যে ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয়।
এর ফলে রপ্তানীকারকদের এই অর্থবছরে (১ জুলাই, ২০১৫- ৩০ জুন ২০১৬) রপ্তানী খরচের ওপর ৩ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top