সকল মেনু

ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্তকরণে সভা

ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্তকরণে সভা
ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্তকরণে সভা

নিরাপদ নিউজ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) কর্তৃক প্রণীত ‘ডিজিটাল নিরাপত্তা ও আইন’ পর্যালোচনা ও চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) সচিব শ্যাম সুন্দর শিকদার। সভায় ‘ড্রাফট পূর্ণগঠন কমিটি’ কর্তৃক প্রণীত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’র খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইসিটি বিভাগসহ এ আইনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৬টি ধারার বেশি কয়েকটি ধারার সংযোজন-বিয়োজন নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন বর্তমান সময়ের দাবি। আইনটি যুগোপযোগী করতে আমরা কাজ করছি। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদও এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top