সকল মেনু

বিজিবি’র অভিযানে বিপুল চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

বিজিবি’র অভিযানে বিপুল চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক
বিজিবি’র অভিযানে বিপুল চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

ঢাকা, ১ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা গত মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৭৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৭৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬ হাজার ৩৫৮ বোতল ফেনসিডিল, ৫৯০ কেজি গাঁজা, ২৪ হাজার ৯৭৫ বোতল বিদেশী মদ, ৬৬ হাজার ৮৮৬ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৮ হাজার ৬৪৪টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৬৭ লাখ ১৮ হাজার ৮৬০ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
এছাড়া অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২০,৪৮৪ টি শাড়ি, ৩,১১৯ টি থ্রিপিস/শার্টপিস, ৪৮,৫৫৪ মিটার থান কাপড়, ২,২৯৯ টি তৈরি পোশাক, ২,১৭৩ টি বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ, ২,০৪১ সিএফটি কাঠ এবং ১টি কষ্টি পাথরের মূর্তি।
এ সময় বিজিবি’র সদস্যরা ৭টি পিস্তল, ১টি বন্দুক, ৩৮ রাউন্ড গুলি, ৮টি ম্যাগাজিন ও ৬টি হাত বোমা আটক করেছে।
গত মাসে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬৬ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াপ হয়েছে।
এছাড়া সেপ্টেম্বর মাসে সীমান্ত পথে মায়ানমার ৩৫৫ জন নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top