ঢাকা, ০১ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ ডেস্ক : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজীদের মধ্যে ৪১ জন বাংলাদেশি হাজী রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানানো হয়েছে। এই ৪১ জনের মধ্যে ১৮ জনের পরিচয় এবং ১২ জনের নাম জানা গেছে বলেও তথ্যে জানানো হয়েছে। আর বাকী ১১ জনের পরিচয় এখনও জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।