ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত অধিবেশনের সাধারণ বিতর্ক।
সোমবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করছেন ড্যানিশ পার্লামেন্টের সাবেক স্পিকার মোজেন্স লিকেটফট।
এ অধিবেশনে সংস্থার কর্মকাণ্ড সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার যোগ দেন। অধিবেশনের নয় কর্মদিবসজুড়ে সাধারণ বিতর্ক চলবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঁসোয়া ওলাঁদ প্রমুখ উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বান কি-মুন আয়োজিত স্বাগত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তার ছেলে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।