সকল মেনু

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক করল

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক করল
যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক করল

নিরাপদনিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর ২০১৫ : অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের  পর এবার যুক্তরাষ্ট্রও বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে তাদের নাগরিকদের সতর্ক করেছে। সোমবার ভ্রমণবিষয়ক হালনাগাদ বার্তায়  ভিড় আছে এমন পরিবেশে তাদের নাগরিকদের চলাফেরা সীমিত করার পরামর্শ দিয়েছে।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তার হুমকি আছে, এমন আশঙ্কায় ইতিমধ্যেই ঢাকায় আসা পিছিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট দল।
এদিকে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র তাঁর নাগরিকদের বাংলাদেশে ভ্রমণবিষয়ক বার্তাটি হালনাগাদ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য নতুন তথ্যে জানা গেছে। এ ধরনের হামলা হলে মার্কিন নাগরিকসহ অন্য বিদেশিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে, আন্তর্জাতিক হোটেলসহ বিভিন্ন স্থানে বিদেশিরা সমবেত হন, এমন স্থানে যাওয়া সীমিত করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। আর জরুরি প্রয়োজন ছাড়া অন্যদের দূতাবাসে আসতে নিষেধ করা হয়েছে। সোমবার রাতে কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top