সকল মেনু

চামড়া পাচার রোধে ফেনী সীমান্তে সতর্ক বিজিবি

চামড়া পাচার রোধে ফেনী সীমান্তে সতর্ক বিজিবি
চামড়া পাচার রোধে ফেনী সীমান্তে সতর্ক বিজিবি

ফেনী, ২৪ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের সীমান্ত এলাকার বিভিন্ন স্থান দিয়ে চামড়া পাচার রোধে সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনীর ৪ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শামীম ইফতেখার বলেন, চামড়া পাচার  ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনোভাবেই চামড়া যেন পাচার না হতে পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা।
তিনি জানান, চামড়া পাচারের সঙ্গে বিজিবির কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আড়ৎদারদের সংগ্রহকৃত চামড়া এবং ঢাকায় চামড়া সরবরাহও বিজিবি মনিটরিং করবে বলে তিনি জানান।
এদিকে, চামড়া পাচার নিয়ে শঙ্কায় রয়েছেন ফেনীর চামড়া ব্যবসায়ীরা। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলে চামড়া পাচার সম্ভব হবে না বলে মনে করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top