সকল মেনু

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া নৌকাসহ ৭৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া নৌকাসহ ৭৫ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া নৌকাসহ ৭৫ জেলে উদ্ধার

মংলা,২১ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : ঝড়ের কবলে পড়ে নৌকাসহ ডুবে যাওয়া ৭৫ জন জেলে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। সোমবার তাদের হস্তান্তরের কথা রয়েছে।
কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কে এম রাহাতুজ্জামান জানান, রোববার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে বেশ কিছু মাছ ধরা নৌকা ডুবে যায় । এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।
ওই অভিযানে মংলা বন্দরের হিরন পয়েন্ট এলাকা থেকে ২৫ জন জেলে উদ্ধার করে নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ ছাড়াও মংলা বন্দরের দুবলার চর এলাকায় কোস্ট গার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ জন জেলে উদ্ধার করে কোস্ট গার্ড।
উদ্ধার হওয়া ৭৫ জন জেলে নৌবাহিনী ও কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। সোমবার তাদের হস্তান্তরের কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top