সকল মেনু

টাঙ্গাইলের কালিহাতীর ঘটনায় দুই ওসি প্রত্যাহার

১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহত
১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইল, ২১ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় দুই ওসিকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুর রহমান জানান, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনা তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় রোববার রাতে। এরপর সোমবার সকালে তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
১৫ সেপ্টেম্বর কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল-কালিহাতী এলাকাবাসী মিছিল বের করে। এ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘাটাইল উপজেলার সাতুটিয়া গ্রামের বাসিন্দা ফারুক (৩২), কালিয়া গ্রামের আলহাজের ছেলে শামীম (৩৫), কালিহাতী সদরের রবি দাসের ছেলে শ্যামল দাস (১৫) ও শ্যামল পাল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top