ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৩ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন।
শুক্রবার সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সমানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন টিকিট প্রত্যাশীরা। টিকিট পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কার ছাপ ফুটে উঠেছে সবার মুখে। হয়তো কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হতে পারে অনেককেই।
টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টায় কমলাপুর স্টেশনের কাউন্টার খুললেও ভোর থেকেই অসংখ্য মানুষ স্টেশনে এসেছে দাঁড়িয়ে আছেন। যেন লাইনের সিরিয়ালে সবার আগে থাকতে পারেন। টিকিট পাবেন কি না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীদের কেউ কেউ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।