সকল মেনু

সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৬ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ মহসিন আলীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা।

বিকাল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর মাজারে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মহসিন আলীর মৃত্যু হয়। পরে সেখানকার একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top