১৫ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দেশে আনা হবে। রাত সাড়ে ১০টায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে মন্ত্রীর মরদেহ গ্রহণ করবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মন্ত্রিপরিষদ সদস্যরা। তথ্যটি জানিয়েছেন মন্ত্রীর ছোট ভাই সৈয়দ সলমান আলী।
পারিবারিক সূত্র জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ এনে রাখা হবে বারডেম হাসপাতালের মরচুয়ালে। বুধবার সকাল ১১টায় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১ম জানাযার নামায শেষে হেলিকপ্টারে করে মৌলভীবাজারে নিয়ে আসা হবে মন্ত্রীর মরদেহ। এরপর তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারে তার দ্বিতীয় জানাযার পর সেখানেই তাকে দাফন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।