সকল মেনু

অবশেষে চার জেলা নিয়েই বিভাগ হলো ময়মনসিংহ

অবশেষে চার জেলা নিয়েই বিভাগ হলো ময়মনসিংহ
অবশেষে চার জেলা নিয়েই বিভাগ হলো ময়মনসিংহ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ: অবশেষে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা নিয়েই গঠিত হলো নতুন বিভাগ ময়মনসিংহ।
আজ সোমবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বিভাগ করার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিভাগ ঘোষণার প্রক্রিয়া শুরু করে নিকার।
উল্লেখ্য সাবেক বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা নিয়ে এই বিভাগ গঠিত হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগে না থাকার ঘোষণা দেয়ায় এই দুই জেলাকে বাইরে রেখে বাকি ৪ জেলা নিয়ে গঠন করা হয়েছে ময়মনসিংহ বিভাগ।-সূত্র : বিডিলাইভ২৪

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top