সকল মেনু

আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি: ঈদ ২৫ সেপ্টেম্বর

ঈদ ২৫ সেপ্টেম্বর
ঈদ ২৫ সেপ্টেম্বর

১৪ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। সোমবার সন্ধায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে এ সিদ্ধান্ত জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

এর আগে সন্ধ্যা ৭টায় ১৪৩৬ হিজরি সনের পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্ব করার কথা থাকলেও বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি ঘোষণা করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top