ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৭ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ন্যাম ভবন থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত দু’টি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ রবিবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ২য় ও ৩য় ধাপের পুনর্বাসন কর্মপরিকল্পনা বিষয়ক একদিনের কর্মশালা উদ্বোধন শেষে একথা জানান।
কর্মশালায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌসসহ সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।