ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা তিনদিনের সফরে আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন।
সফরকালে তিনি আগামী নভেম্বরে মালটায় কমনওয়েলথের শীর্ষ পর্যায়ের বৈঠক এবং আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে পক্ষকালব্যাপী কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায়, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন। এছাড়াও তিনি শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী আগামী ২৩ সেপ্টেম্বর কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ এবং জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
নিউইয়র্কে পক্ষকালব্যাপী কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী শনিবার কমনওয়েলথ মহাসচিবের সম্মানে নৈশ ভোজের আয়োজন করবেন।-বাসস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।