সকল মেনু

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার পরামর্শ সুরঞ্জিতের

সুরঞ্জিত সেনগুপ্ত -ফাইল ফটো
সুরঞ্জিত সেনগুপ্ত -ফাইল ফটো

ঢাকা, ১১ সেপ্টম্বর ২০১৫, নিরাপদনিউজ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান বৃদ্ধিসহ যে কোন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করার সুযোগ আছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চলমান রাজনৈতিক বিষয় নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ শিক্ষা মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, কয়েকটি ছাড়া বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থাই বেহাল। মালিকরা অলাভজনক প্রতিষ্ঠানের কথা বলে। কিন্তু আসলে বর্তমান সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তাই ভ্যাট মালিকদেরকে দিতে হবে।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত বেতন ও সুযোগ সুবিধা দেয়ার লক্ষে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে আসতে হবে। বিষয়টি সরকার উদার হয়ে বিবেচনা করলে একটি গ্রহণযোগ্য মীমাংসায় পৌঁছানো যাবে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top