১১ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ,শাফিক আহম্মেদ সাজিব : চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেন থেকে পড়ে আবদুর রহিম (২৫) নামে এক সিরিয় নাবিকের মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাড়ি সুুত্রে যানা যায়, আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বন্দসরে অবস্থানরত বেলিজের পতাকাবাহী এমভি মারিকানা জাহাজের ক্রেন থেকে পড়ে আবদুর রহিম (২৫) নামে এক সিরিয় নাবিক গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ভোরে ডিউটিরত অবস্থায় জাহাজের ক্রেন থেকে পড়ে যান নাবিক আবদুর রহিম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।