সকল মেনু

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

০৭ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ শফিক আহমেদ সাজীব : উন্নয়ন অনুদান ও বকেয়া কর আদায়কে আয়ের মূল খাত দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০১৫-১৬ অর্থবছরের মোট ১ হাজার ৬৩২ কোটি ৭৮লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

নির্ধারিত সময়ের দুইমাস পর সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাজেট অধিবেশন শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ১১টা। তবে মেয়র সম্মেলন কক্ষে এসে পৌঁছান আড়াই ঘণ্টা পর। বাজেট অধিবেশন শুরু হয় দুপুর পৌনে দুইটায়।

প্রস্তাবিত বাজেটে তিন ধরনের কর বাবদ মোট আয় ধরা হয়েছে ৪৮১ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে বকেয়া কর ও অভিকর খাতে সর্বোচ্চ ২১৬ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকা আয় ধরা হয়েছে।

হাল কর ও অভিকর খাতে ১২৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার এবং অন্যান্য কর বাবদ ১৩৯ কোটি ৫৩ লাখ টাকা আয় ধরা হয়েছে।

বাজেটে উন্নয়ন অনুদান খাতে ৯৭২ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এ ছাড়া অন্যান্য উৎস থেকে ৩৮ কোটি ৭০ লাখ টাকা আয় ধরা হয়।

ঘোষিত বাজেটে নগরের উন্নয়ন খাতে সর্বোচ্চ ৭৮৫কোটি ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এবারের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন, ভাতা ও পারিশ্রমিক খাতে ১৯৭কোটি ৪৩ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top