সকল মেনু

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস
জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

০৬ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শিগগিরই বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করা হবে।

এর ফলে প্রতিদিন ৮-১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

খনন কাজ সম্পন্নের ৫ মাসের মাথায় শনিবার গ্যাস সরবরাহ শুরু হলো। ৭নং কূপের প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশীদ মোল্লা জানান, কূপ থেকে প্রতিদিন ৮-১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স ২০১৪ সালে কৈলাসটিলায় থ্রিডি সিসমিক জরিপ কাজ চালায়।

সিসমিক জরিপের তথ্য অনুযায়ী, ওই কূপে ১০৯ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ৭৪৮ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। এর মধ্যে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ২২৪ বিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য।

সূত্র মতে, কৈলাসটিলা গ্যাস কূপের ১২টি স্তরে তেল ও গ্যাসের মজুদ রয়েছে। এর মধ্যে ৭টিতেই রয়েছে গ্যাসের মজুদ। বাকি ৫টির মধ্যে ৪টিতে তেল ও একটিতে তেল-গ্যাসের মিলিত মজুদ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top