সকল মেনু

লাখো মুসল্লির বিশ্ব ইজতেমা ময়দানে নামাজ আদায়

Ijtema1-300x170গাজীপুর প্রতিনিধি :  আজ শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগতীরে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের ক্বারি মো. জুবায়ের। জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশে-পাশের এলাকার লাখ লাখ মুসুল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা মাঠের দিকে। মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা জায়গাসহ মুসুল্লিরা কামারপাড়া সড়ক ও অলি-গলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।
এদিকে যানবাহন সংকট, ভিড়, যানজটসহ নানা ভোগান্তি এড়াতে গত বুধবার থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বৃহস্পতিবার যেন ইজতেমামুখী মানুষের ঢল নামে। বাস, ট্রাক, ট্রেন, নৌকা, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে জামাতবদ্ধ হয়ে মুসল্লিরা এসেছেন ইজতেমায়। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top