সকল মেনু

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু

2015_07_01_03_32_22_yZ6TNcS3llQ1d8Zc1WQqOhzIBUyYG9_256xautoনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৩ জানুয়ারি :  ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাসুদুর রহমান (২৫) নিহত হওয়ার ঘটনায় রেলপথ অবরোধ ও রেলপাত তুলে ফেলার অাট ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রেল যোগাযোগ চালু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, স্টেশনের সবকিছু গুড়িয়ে দেওয়ায় আপাতত অটোমেশন সিগন্যালের পরিবর্তে ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ট্রেন চলাচল করবে। পুনরায় মেরামতের অাগ পর্যন্ত টিকেটিং সিস্টেমও বন্ধ থাকবে। এতে স্টেশনে শুধু হাত দিয়ে সিগন্যালের মাধ্যমে ট্রেন থামবে অার ছেড়ে যাবে।

এদিকে, সন্ধ্যায় রেল লাইন ট্রেন চলাচলের উপযোগী করার পর অাখাউড়ায় অাটকে থাকা চট্টগ্রাম-ঢাকাগামী অান্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করেছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে অাসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পার হয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top