সকল মেনু

সুরের ধারার পৌষ উৎসব

Rossm_660504217বিনোদন ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৩ জানুয়ারি : ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে, আয় আয় আয়’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পৌষকে এভাবেই তুলে ধরেছেন তার সৃষ্টিকর্মে। পৌষ শেষ হয়ে মাঘ শুরু হবে বৃহস্পতিবার থেকে। এ উপলক্ষে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজন করেছে ‘পৌষ উৎসব ১৪২২’।

গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় সুরের ধারা মিলনায়তনের মিতালীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সুরের ধারার নির্বাহী সদস্য আজিজুর রহমান তুহিন জানান, প্রতি বছর শান্তিনিকেতনে পৌষ উৎসব হয়। ওখানে ভোরবেলায় সানাই বাদনের আয়োজন করা হয়। সুরের ধারার আয়োজনেও থাকবে তেমন আয়োজন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top