নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৯ জানুয়ারি : নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে তরিকুল ইসলাম (৪৪) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
শনিবার সকালে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। তরিকুল পোরশা উপজেলার কচবিষ্ণুপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তরিকুল বাড়ির পাশে সীমান্ত এলাকায় কৃষিকাজের জন্য গেলে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে সীমান্তের ২৩১/২৩২ নম্বর মেইন পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে তরিকুলকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিজিবি।
তিনি আরো জানান, বিকেলে বিএসএফ জানিয়েছে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তরিকুলকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।