সকল মেনু

বিলুপ্ত ছিটমহলবাসীদের উন্নয়নে ১৮০ কোটি টাকা

1451994170নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়নে ১৮০ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে চার জেলার ১৩ উপজেলায় সদ্যবিলুপ্ত ১১টি ছিটমহলের বাসিন্দা বাংলাদেশি নাগরিকদের জন্য বিদ্যুত্, যোগাযোগ, অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়ন অবকাঠামো তৈরি করা হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বিলুপ্ত ছিটমহলসমুহের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী ভারতের কাছ থেকে শান্তিপূর্ণ উপায়ে ১১টি ছিটমহলের মাধ্যমে বিশাল এলাকা আদায় করা বর্তমান সরকারের প্রধান সফলতার একটি। এখন বাংলাদেশের নতুন এ ভূখণ্ডে বসবাসরত মানুষের উন্নয়নের জন্য প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।’

সরকারি ব্যয়ে ২০১৮ সালের জুনের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top