সকল মেনু

দুর্গাপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কমরেড মণি সিংহ মেলা

index দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ২৫ তম মৃত্যুবার্ষিকী স্মরনে দুর্গাপুরের টংক শহীদ স্মৃতি স্তম্ভ  প্রাঙ্গনে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত সাতদিন ব্যাপী কমরেড মনি সিংহ মেলা শুরু হয়েছে।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। উদ্বোধন শেষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, বেসরকারী  প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ,সুশীল সমাজ,ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের কর্মীবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিকেলে মেলা কমিটির আহ্বায়ক প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী এর সভাপতিত্বে কমরেড মনি সিংহ-জীবন ও সংগ্রাম” উক্ত বিষয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খাঁন,স্থানীয় এমপি ছবি বিশ্বাস, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মণি সিংহের সন্তান ডাঃ দিবালোক সিংহ, কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহ্বাজ আলা উদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,কলমাকান্দা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,সিপিবি উপজেলা কমিটির সভাপতি ডাঃ সোহরাব হোসেন সাধারন সম্পাদক আলকাছ উদ্দিন মীর প্রমুখ। আলোচনা শেষে ঢাকাস্থ ডিএসকে ও দুর্গাপুর ডিএসকের ইউবিআর প্রকল্পের  আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top