সকল মেনু

রামাদিকে আইএসমুক্ত ঘোষণা ইরাকি বাহিনীর

Ramadi_977658491আন্তর্জাতিক ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ২৮ ডিসেম্বর : ইরাকের মধ্যাঞ্চলীয় শহর রামাদিকে ইসলামি স্টেট (আইএস) জঙ্গিদের কবল থেকে পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
সোমবার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রাসুল এ ঘোষণা দেন। তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
ব্রি. জে. ইয়াহইয়া বলেন, ইরাকি বাহিনী এক মহাকাব্যিক বিজয় অর্জন করেছে। রামাদির সরকারি ভবনগুলোতে এখন জাতীয় পতাকা উড়ছে।
অবশ্য শহরের ‘কোথাও কোথাও’ এখনও আইএসের ‍‘অস্তিত্ব’ রয়ে গেছে বলে জানাচ্ছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।
রামাদির কর্তৃত্ব হারানো আইএসের জন্য ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছেন সরকারসমর্থক সমর বিশ্লেষকরা। গত মে মাসে সেনাবাহিনীকে হটিয়ে শহরটি দখলে নিয়েছিল আইএস জঙ্গিরা। রামাদি থেকে পশ্চিমে সিরিয়া পর্যন্ত এলাকা দখলে নিয়ে ‘খেলাফত’ চালাচ্ছে তারা। কয়েক সপ্তাহ ধরে শহরটি পুনরুদ্ধারে করতে অভিযানে নামে ইরাকি বাহিনী।
সংবাদমাধ্যম জানায়, অভিযান চালাতে চালাতে রোববার সকালে সৈন্যরা শহরে ঢুকে পড়ে। এরপর সরকারি ভবনগুলো নিয়ন্ত্রণে নেয়। তারপর ভবনগুলোতে লুকিয়ে থাকা বা যুদ্ধরত আইএসের জঙ্গিদের হত্যা করে বা হটিয়ে দেয়।
জঙ্গিরা রামাদির বিভিন্ন সড়কে ও সরকারি ভবনে তিন শতাধিক বোমা পেতে রাখে জানিয়ে ব্রি. জে. ইয়াহইয়া বলেন, অভিযানকালে বড় ধরনের কোনো বিপর্যয়ের সৃষ্টি করতে পারেনি তারা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top