সকল মেনু

যশোরের ঐতিহ্যবাহী গরুরগাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

indexযশোর থেকে আব্দুল ওয়াহাব মুকুল: ব্যাপক উৎসব আমেজ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো আমন ধান ওঠার পর ফাঁকা হয়ে যাওয়া মাঠে প্রতি বছর আয়োজন করা হয় এই দৌড় প্রতিযোগিতা।  বিকালে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার মাঠে এই গরুরগাড়ির দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন এলাকায় হাজারে হাজারে মানুষ উপস্থিত হয় । মজার ব্যাপার হচ্ছে, বছরের এই সময়কালে নবান্ন উৎসবকে কেন্দ্র করে গৃহস্থরা তাদের মেয়ে-জামাই, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনকে দাওয়াত করেন। নলেন রস গুড়ের পিঠা-পায়েশ খাওয়ানোর পাশাপাশি আনন্দ বিনোদনের জন্য আয়োজন করে থাকে আবহমান ঐতিহ্যের বিভিন্ন খেলাধুলা। গরুরগাড়ি দৌড় প্রতিযোগিতার উৎসবটি তারই অংশ বিশেষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top