সকল মেনু

ইসরায়েলকে হামলার হুমকি দিলেন বাগদাদি

Bag_225499648আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৭ ডিসেম্বর :   জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেটের প্রধান ‍আবু বকর আল বাগদাদি এবার ইসরায়েলকে হামলার হুমকির বার্তা দিলেন।
শনিবার এক অডিওবার্তায় এ হুমকির বার্তা প্রকাশ করেন তিনি। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
বার্তায় তিনি বলেন, আল্লাহর সহায়তায় আমরা প্রতিদিন তোমাদের (ইসরায়েল) কাছে ‍আসছি। ইসরায়েলিরা শিগগিরই আমাদের প্যালেস্টাইনে দেখবে। পুরো বিশ্ব এই মুহূর্তে আমাদের বিরুদ্ধে লড়ছে।
‘ইসরায়েলিরা ভাবছে আমরা প্যালেস্টাইনকে ভুলে গেছি। কিন্তু বিষয় সেটা না। আমরা প্যালেস্টানইকে এক মুহূর্তের জন্যও ভুলিনি।’
অডিওবার্তাটি ২০ মিনিটের। এ জাতীয় বার্তা সবশেষ সাত মাসের মধ্যে প্রথম দিলেন বাগদাদি। প্রাথমিকভাবে এটা স্পষ্ট নয় যে বার্তাটি কবে রেকর্ড করা হয়েছে এবং কেন তিনি ইসরায়েলের কথা উল্লেখ করলেন।
তবে ধারণা করা হচ্ছে আল বাগদাদি বার্তাটি আইএসের বিরুদ্ধে রাশিয়ার প্লেন হামলা শুরুর পরে রেকর্ড করা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top